আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৯:২৯ পি.এম
তানোরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহী তানোরে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের চাকুরী বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
জানা গেছে, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ। তানোর আল-মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মাওলানা মকসেদ আলীর সঞ্চালনায় মানববন্ধে বক্তব্য রাখেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টু, কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক বকুল হোসেন, চাঁদপুর ২য় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক মুন্জুর রহমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির উদ্দিন,চিনাশো আলিম মাদ্রাসার সুপার মাওলানা হারুনর রশীদ ছাঐড় নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ও জিওল দারুসুন্না দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসলাম মিঞা প্রমূখ।
মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মাশতুরা আমিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha