আজকের তারিখ : জানুয়ারী ২, ২০২৫, ৬:৩৬ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:৪১ পি.এম
খোকসায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ বন্ধ রাখা ও শিক্ষা সংস্করণ কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সামনে খোকসা উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ এই মানববন্ধন কর্মসূচী অংশগ্রহণ করেন। এ সময় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, শিক্ষক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাদ্রাসার প্রধানগণ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। পরে শিক্ষকগণ উপজেলার নির্বাহী অফিসার ইরুফা সুলতানার কাছে স্মারক লিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha