আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:২১ পি.এম
চার বিশিষ্ট জনকে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য মাগুরার চার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক ক্লাবের উন্নয়নে উল্লেখযোগ্য আর্থিক অবদান রাখায় তার স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপাস্থাপন করেন।
সর্ব সম্মতিক্রমে কাজী সালিমুল হক কামাল- জি কিউ গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, মীর নাসির হোসেন- সাবেক এফবিসিসিআই এর চেয়ারম্যান মীর আক্তার হোসেন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, আবদুল মুকতাদির-ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান এবং মোঃ তৌহিদুজ্জামান-রাধুগা হোল্ডিংস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ক্লাবের জমি দানে মূখ্য ভূমিকা রাখায় সাবেক মন্ত্রী মরহুম মেজর জেনারেল (অব) এম মজিদ-উল হক ও তৎকালীন মহাকুমা প্রশাসক পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব প্রয়াত অমিমাংশু সেন কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়ে ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha