ফরিদপুরের সদরপুর উপজেলাধীন আকোটেরচর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামে অবস্থিত মাদরাসা আল-মদীনা ও আখেরী মঞ্জিল কবরস্থান কমপ্লেক্সে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা।
তিনি বলেন, ধার্মিকরা ধর্মের পক্ষে। নাস্তিকরা ধর্মের বিপক্ষে। কোন ধর্মের অনুসারেই ধর্মনিরপেক্ষ হতে পারে না। তিনি আরও বলেন, ইসলাম রাজনীতি থেকে আলাদা নয়। উম্মাতের শ্রেষ্ঠতম চার খলিফা দেশ শাসন করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) রাতে আয়োজিত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ করেন মাওলানা মিজানুর রহমান ফরিদী (সালথা), কারী মজিবুর রহমান (কানাইপুর), সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। হাজার হাজার মুসল্লী গভীর মনোযোগে ওয়াজ শ্রবণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha