আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৭:২৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৪:৩৩ পি.এম
কালুখালীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ীর কালুখালীতে চাঞ্চল্যকর নাজমুল হত্যা মামলার এক আসামী গ্রেফতার হয়েছে।ধৃত আসামীর নাম সালাম দড়ি। সে কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের আমজাদ দড়ির পুত্র।
সোমবার সন্ধায় কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় ঘুরাফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, গ্রেফতারকৃত সালাম দড়ি কালুখালী চরাঞ্চলে নাজমুল মোল্লা নামের একজনকে হত্যার সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ আগষ্ট এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে অজ্ঞাত ১ শ জনকে আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের করে।
পরে পুলিশ ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্নানা শুনে আসামীদের সনাক্তকরনের কাজ শুরু করে। পুলিশের তদন্তকালে ঘটনায় জড়িত সালাম দড়ি কালুখালী বাজারের অবস্থান করছিলো।এসময় পুলিশ তার অবস্থান ট্যাক করে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ওসি জানায়,ধৃত সালাম দড়ির নামে আরো দুটি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে এসে হত্যার ঘটনায় জড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha