আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৩:৫৮ পি.এম
ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অবাস্তব পরিক্ষা পদ্ধতি বিরোধী ছাত্র মঞ্চের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা একটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুক্ত কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা বর্তমানে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষাসূচী প্রণয়ণ করা হয়েছে তা অযৌক্তিক ও পরীক্ষা নির্ভর দাবি করে তা পরিবর্তন ও পরিমার্জনের দাবি জানান। তারা শিক্ষাকালীন মূল্যায়ন ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ রাখার দাবি করেন এবং পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৯০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান । প্রশ্ন ফাঁস রোধ, বাস্তুবমুখী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন, মুখস্থ নির্ভর সিলেবাস বাতিল, অটোপাস বন্ধ করা সহ শিক্ষা খাতের দুর্নীতি রোধ করার দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha