আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১১:০৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:২৮ এ.এম
পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস গৃহবধূর

ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবী করেছে পরিবার। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জানা গেছে, প্রেমের সম্পর্কে সাগর ফকিরের সঙ্গে বিয়ে হয় রুমার। রুমার বাড়ী মধুখালী উপজেলার মেগচামী গ্রামে।
তার পরিবার জানায়, সন্ধ্যায় মধুখালীর পশ্চিম গাড়াকোলা এক তলা বিল্ডিংয়ের বাসা বাড়ীতে স্বামী সাথে ঝামেলা হয় এরপর স্বামী বাসায় না থাকায় সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস দেন রুমা। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬ টায় মৃত ঘোষণা করেন। প্রতিবেশিরা জানায়, রুমা ও সাগরের প্রেমের বিয়ে তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে তারা প্রায়ই ঝামেলা করতো আজকেও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল এবং সাগর তার বাচ্চাটি অন্য বাসায় রেখে কোথায় যেন চলে গিয়েছিল।
মৃত রুমার বড় বোন লাকি আক্তার জানান, আমাদের মা বাবা কেউ নেই সাগর প্রায়ই আমার বোনকে মারধোর করতো আমার কাছে ফোন করে প্রায়ই কান্নাকাটি করতো আমি সান্তনা দিয়ে রাখতাম আমার বোনকে মেরে ফেলা হয়েছে আমি এর বিচার চাই। মৃত রুমা তার স্বামীর নির্যাতনের বর্ণনা ফোনে রেকড ফাঁস হয়েছে এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ এফ এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha