ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর, চর বিষ্ণপুর, আকোটেরচর, ঢেউখালী ও কৃষ্ণপুর ইউনিয়নে কৃষিজমি ও পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শনিবার দুপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে সদরপুর উপজেলা প্রশাসন। অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংশ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্রশীল। এসময় উপস্থিত ছিলেন সদরপুর থানা পুলিশের সদস্যরা।
এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর আছে।
তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি কৃষি জমি বা পদ্মা আড়িয়ালখাঁ নদ থেকে ভেকু, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে, তবে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষনিক ব্যাবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫