আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৭:২৬ পি.এম
বালিয়াকান্দিতে প্রতারক লতিফের খপ্পরে পড়ে সর্বস্বান্ত আবু বক্কার

রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি -রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাজার বেতাংগা গ্রামের ভ্যান চালক নজরুল শেখ ঝন্টুর ছেলে আবু বক্কার পরিবারের সচ্ছলতার আশায় পার্শ্ববর্তী গ্রামের প্রতারক লতিফ বিশ্বাসের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে সর্বস্বান্ত হয়ে ফিরে এসে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
এ বিষয়ে প্রতারণার শিকার আবু বক্কার জানান জানান, প্রায় দুই বছর পূর্বে বেতাংগা গ্রামের মৃত আলিমদ্দি বিশ্বাসের ছেলে মোঃ লতিফ বিশ্বাস আমাকে কাতারে পাঠানোর কথা বলে দুই দফায় চার লক্ষ বিশ হাজার টাকা নিলেও কাতার না পাঠিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমি তাকে চাপ দিলে সে আমাকে পরবর্তীতে দুবাই পাঠানোর কথা বলে গত ১৩ আগস্ট ২০২৪ ভিয়েতনামে পাঠিয়ে দেয়।
ভিয়েতনামে গিয়ে আমি কোন কাজ না পেয়ে ওখানে অসহায় ভাবে জীবন যাপন করছিলাম। পরবর্তীতে আমার পরিবারের সহায়তায় গত দুই সেপ্টেম্বর আমি আমি বাড়িতে ফিরে আসি। ফিরে আসলেও বিদেশ যাওয়ার আগে বিভিন্ন এনজিও এবং লোকের মাধ্যমে যে ধার করার টাকা নিয়েছিলাম সেটা শোধ করতে না পারার কারণে আমাকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
এমত অবস্থায় প্রতারক লতিফ সিদ্দিকের বাড়িতে বিভিন্ন সময় গেলেও আবার কোন পাত্তা না দিয়ে, আমাকে বিভিন্নভাবে হুমকি দমকি এবং হয়রানি করে আসছে। আমি এখন সর্বশ্রান্ত, এই ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাচ্ছি। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর রবিবার বিকালে বালিয়াকান্দি কালিবাড়ি বাজার বেতেঙ্গা গ্রামে এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাবেক মেম্বার আবু জাফর, মনির সহ এলাকাবাসী উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha