ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশের গ্রামীন অবকাঠামো উন্নয়নের বেশী গুরুত্ব দিচ্ছে। তাই আজ গ্রাম হচ্ছে শহরের মতো উন্নয়নশীল।
তিনি বলেন, আজ যেখানে গাড়ী নিয়ে পাকা সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে আসছি, গত দশ বছর পূর্বে এখানে কোন রাস্তা-ঘাটছিলনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের উন্নয়ন হয়।
তিনি আওয়ামী লীগ ও যুব লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালি করার জন্য দেশবাসিকে আহবান জানান।
তিনি গতবৃহস্পতি বার (১০ জুন ) বিকেলে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছলেনামা নামক স্থানে পিয়জখালী জিসি লোহারটেক ব্রীজ আরএইচডি হাজীগঞ্জ জিসি ভাষাণচর রোড বিসি দ্বারা উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশলীর প্রায় ২ কোটি ব্যয়ে সড়ক নির্মাণ কাজের উদ্ধোধনকালে এ কথা বলেন।
ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃছমির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনীসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাসাণচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী মৃধ্যা, উপজেলা প্রকৌশলী মোঃআবদুল মমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha