বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।
(২১ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলা সদরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আলফাডাঙ্গাসহ তথা গোটা ফরিদপুর অঞ্চলের বিএনপির কার্যক্রমকে দুর্বল করতে একটি কুচক্রি মহলের ইন্ধনে শামা ওবায়েদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির নেত্রী শামা ওবায়েদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। স্বৈরাচারের পতনের পর আজ সেই নেত্রীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড: হেমায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কুদ্দুস শেখ, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহŸায়ক ডা: আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরব আলী, পৌর যুব দলের আহŸায়ক মিজানুর রহমান, উপজেলা যুুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক ইমরুল হোসেন, যুগ্ম আহŸায়ক ইয়ানুর খান, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক আতাউর রহমান, জাসাস সদস্য সচিব আলমিন ইসলাম, ছাত্রদলের আহŸায়ক আব্দুল্লাহ আল মিলন, পাঁচুড়িয়া বিএনপির সভাপতি শাজাহান সরদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বুড়াইচ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জামসেদ হোসেন নয়ন, বানা বিএনপির সভাপতি হাদী রতন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়া ও যুবদল নেতা ইমরান হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha