আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ১০:৪৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২০, ২০২৪, ৫:০৩ পি.এম
ফরিদপুরে ইসলামি সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে ইসলামি সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের গোয়ালচামটের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের পাশে সকল মানুষের সার্বিক কল্যাণে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষ্যে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যানকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে উক্ত মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার জহির উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত মুহাম্মদ ইউসুফ আলী, মোঃ নুরুদ্দিন, আজমল হক, সৈয়দ মোহাম্মদ কবির, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিকী সঞ্চালনায় মোহাম্মদ সেলিম মোল্লা । সভায় নেতৃবৃন্দ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন।
সভায় বক্তারা বলেন ইসলাম মানবজাতির ধর্ম আর তাই অন্যান্য ধর্মাবলম্বী লোকজন যার যার ধর্মীয় বিধি বিধান মেনে চলবেন সেটাই প্রত্যাশা করা হয়।
বক্তারা বলেন ইসলাম প্রতিষ্ঠা হলেই দুর্নীতিমুক্ত ও কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে পাশাপাশি দেশে দুর্নীতি ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব। সভায় বক্তারা সর্বস্তরে ইসলাম প্রচেষ্টায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha