আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৫:৩৪ পি.এম
তানোরে হত্যা চেষ্টা মামলার আসামি প্রকাশ্যে, পুলিশ খুঁজে পাচ্ছেনা!
রাজশাহীর তানোরে পুর্ববিরোধের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা মামলার আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ খুঁজে পাচ্ছে ন না বলে অভিযোগ উঠেছে। এতে বাদির পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এদিকে আসামি প্রতিনিয়ত মামলা তুলে নিতে বাদিকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এতে বাদি চরম বেকায়দায় পড়েছেন। ফলে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি তুলেছেন বাদিসহ গ্রামবাসি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট শনিবার উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) সরনজাই ইটকালপাড়া গ্রামের মৃত সৈয়দ সরদারের পুত্র ফায়সাল হোসেন(৪০) পূর্বশত্রুতার জের ধরে দলবদ্ধ হয়ে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে জাহেদা খাতুনের উপর অতর্কিত হামলা ও মারপিট করে। এতে জাহেদার পুত্র হিমেল (১৮) ও তার ভাসুরের পুত্র রিপন (১৮) এবং মাতোয়ারা (৩০) এগিয়ে আসলে তাদেরকেও বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করেন আসামিরা।। এতে জাহেদা খাতুনসহ তার পুত্র হিমেল ও ভাসুরের পুত্র রিপন মারাত্মক ভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু এঘটনায় মামলা দায়ের করা হলেও ঘটনার এক মাস অতিবাহিত হলেও মামলার এক নম্বর আসামী ফয়সাল হোসেনকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। অথচ আসামি প্রকাশ্যে চলাফেরা করছে, এমনকি মামলা তুলে নিতে প্রতিনিয়ত বাদিকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
এবিষয়ে বাদি জাহেদা খাতুন জানান, মামলার মূল আসামী ফয়সাল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,কিন্তু পুলিশ তাকে না ধরায় সে প্রতিনিয়ত আমাদের মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার এসআই আতিকের সঙ্গে যোগাযোগ করার জন্য তার ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যা যা করনীয় করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha