নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মানববন্ধন করেছে জেলেরা। মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞসহ বিভিন্ন সময় মাছধরার উপর দেওয়া নিষেধাজ্ঞা পাশবর্তী দেশের সাথে মিল রেখে নির্ধারনের দাবীতে এই মাননবন্ধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার সূর্যমূখী ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যমূখী বাজার ও মাছ ঘাটের সভাপতি মো: আলা উদ্দিন, মাছ ব্যবসায়ী মো: আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু, ও ট্রলার মালিক মো: সালাউদ্দিন সহ প্রায় ৫শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা।
জেলেদের দাবী নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলের এদেশের জল সীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে বলার পরও কোন ফল পাওয়া যায়নি। জেলেদের দাবী মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সহ বিভিন্ন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা পাশের দেশ ভারতের সাথে মিল রেখে নির্ধারন করা হোক।
জেলেরা আরো দাবী করেন যে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় আরো কমিয়ে ১২ দিন করার দাবী জানান তারা।