প্রবাসে যুব সমাজকে শুধু সঠিক পথে পরিচালিত করতেই নয়, ইতালির মাটিতে বাংলাদেশের সুনাম অর্জন করতে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি স্বাক্ষর রেখে আসছে। তারই ধারাবাহিকতায় ১৬টি দল নিয়ে এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি হাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু সাঈদ খান সহ শীর্ষকর্মকর্তা এবং বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে.এম. লোকমান হোসেন রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ ক্রীড়া সংস্থা, ইতালির উপদেষ্ঠা আমিনুর রহমান সালাম , পরিচালক সাজাদুল কবির ও প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনি জানান, দীর্ঘদিনের এই সংগঠনটি ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সুনাম বয়ে আনতে কাজ করে যাচ্ছে, প্রত্যাশা রয়েছে আগামীতেও।
উদ্বোধনী খেলায় বেঙ্গল ব্রাদাস ও ইয়াং স্টার বৃহত্তর সিলেট মুখোমুখি হয়। খেলায় বেঙ্গল ব্রাদাস ৩-০ গোলে ইয়াং স্টার বৃহত্তর সিলেট কে পরজিত করে নিজেদের এগিয়ে নেয় শক্ত অবস্থানে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha