রাজবাড়ী জেলার পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। বৃহস্পতিবার ১০ জুন সকাল ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গত মঙ্গলবার যোগদান করেছি। সাংবাদিকদের অনেকেই মোবাইল ফোনে পরিচয় ও শুভেচ্ছা জানিয়েছেন। সে আলোকে এখানকার কর্মরত সাংবাদিকদের সাথে দেখা-সাক্ষাৎ ও পরিচয় হতে এ সভার আয়োজন।
তিনি উপস্থিত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন অপরাধ তৎপরতা প্রতিরোধ এবং সন্ত্রাস-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোপরি মানুষের জীবনযাত্রা ভালো রাখতে সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে তার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) সরকারী মোবাইল ফোনের হোয়াটস এ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ রাখেন তিনি।
এ সময় নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপারের অবগতির জন্য এলাকার সার্বিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে মোঃ মোক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, মাসুদ রেজা শিশির ও এস.এম রাসেল কবীর মতামত ব্যক্ত করেন।
পরিচিতি সভায় মিঠুন গোস্বামী, আনারুল ইসলাম, মাসুদ রানা বাদশা, রাফিবুল ইসলাম রাফি, সেলিম মাহমুদ ও রতন মাহমুদসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা উপস্থিত সাংবাদিকদের মিষ্টি ও চা দিয়ে আপ্যায়ন করেন।
গত মঙ্গলবার ৮ জুন পাংশায় কর্মস্থলে যোগদান করেন তিনি। নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বিসিএস-৩৫তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে এপিবিএন-৮, ঢাকায় কর্মরত ছিলেন তিনি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে সুমন কুমার সাহার যোগদানের আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ২৯-১১-২০১৬ থেকে ৪-৪-২০১৯ ও মোঃ লাবীব আবদুল্লাহ ৪-৪-২০১৯ থেকে ৩১-১০-২০২০ পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১-১১-২০২০ থেকে ৮-৬-২০২১ পর্যন্ত পাংশা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha