আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৫:৪৪ পি.এম
গোপালগঞ্জের নুতন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সাথে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ও এডিসি জেনারেল গোলাম কবিরের সঞ্চালনায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি বি এম যুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল হক, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হুমায়ুন কবির, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক মোস্তফা জামান প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে নুতন জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে । সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারে এবং সরকারি দপ্তর থেকে বিনা ভুগান্তিতে তথ্য পেতে পারে সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক গোপালগঞ্জ জেলাকে দুর্নীতিমুক্ত একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসন ও সাংবাদিকদের এক ও অভিন্ন বলে মতপ্রকাশ করেন নুতন এই জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha