আজকের তারিখ : জুলাই ১০, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৭:১৪ পি.এম
কালুখালীতে নতুন ওসির যোগদান

রাজবাড়ীর কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। নতুন ওসির নাম মো: জাহেদুর রহমান। তিনি শুক্রবার কালুখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
নবাগত ওসি জাহেদুর রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১৬ সালে পুলিশের ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পান। এরপর ঢাকার এসবি শাখায় কাজ করেন। এর আগে তিনি খুলনা ও ঢাকার মীরপুর শাহ আলী থানায় সাহসীকতার সহিত কাজ করে খ্যাতি অর্জন করেছেন। তবে ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মজীবন।
কালুখালীর নতুন ওসি মো: জাহেদুর রহমান জানান, কালুখালী থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। তিনি এ কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha