আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশকাল : জুন ১০, ২০২১, ৬:১১ পি.এম
কুষ্টিয়ায় পীরের দরবারে ২টা হরিণসহ : আটক ১
কুষ্টিয়ায় কথিত তাছের পীরের দরবার শরীফ থেকে দুটি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুন) রাতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে দরবার শরীফে অভিযান চালিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয় এবং শের খান নামে এক ভক্তকে আটক করে পুলিশ।
এ ঘটনায় তাছের ফকিরসহ দু’জনের নামে মামলা দায়ের করেছে বন বিভাগ।বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, দরবার শরীফের ভেতরে দুটি হরিণ আটকে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১৭ ধারায় তাছের ফকিরকে প্রধান আসামি করে দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় শের খানকে আটক করা হলেও পলাতক দেখানো হয়েছে তাছের ফকিরকে।
উল্লেখ্য, গত রবিবার (৬ জুন) দুপুরে মোবাইল চুরির অভিযোগে তাছের ফকিরের ওই দরবার শরীফের ভেতরে রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে। হত্যার ঘটনায় মামলা দায়ের হলে মামলার ৬ আসামি গ্রেপ্তার হলেও অজ্ঞাত কারণে মামলার অন্যতম আসামি তাছের ফকিরসহ সুজন, সালাম ও কালামকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha