ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে পড়ে ফাতেমা খানম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামে বারাসিয়া নদীতেএ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যু শিশুটি ওই গ্রামের ফায়েক মোল্লার মেয়ে। ফায়েক মোল্লা পেশায় ঝাটিগ্রামের বাজারের ঝাড়ুদার।
স্থানীয় সূত্রে জানা যায়, জাটিগ্রাম বাজার সংলগ্ন বারাসিয়া নদীর বেড়িবাঁধে ফায়েক মোল্লা পরিবার নিয়ে বসবাস করতেন।
মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বারাসিয়া নদীতে ডুবে যায়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। তাদের ডুবুরি না থাকায় খুলনা থেকে ডুবুরি দল এসে রাতে অভিযান পরিচালনা করে শিশুটির সন্ধান না পেয়ে তারা ফিরে যায়।
গতকাল বুধবার সকালে শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে লাশটি উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার এস আই উত্তম কুমার সেন জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫