নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম জিয়াউল ইসলামের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার শিক্ষকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহ উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, আরবি প্রভাষক এ এইচ এম মাকছুদুর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান, সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া মাদ্রাসার আলিম ও ফাজিল এর সিনিয়র ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের সামনে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম।
তিনি জানান, মাদ্রাসায় নিয়োগ পাওয়ার পর থেকে অধ্যক্ষ এ এইচ এম জিয়াউল ইসলাম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। তিনি মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে একজন থাকা সত্তেও এই পদ শুন্য দেখিয়ে আরো একজনকে এই পদে নিয়োগ দেয়।
যা পরে শিক্ষা অধিদপ্তরের জানোনের পর তাকে শোকজ করা হয়। এছাড়া তিনি মাদ্রাসায় আয় ব্যায়ের কোন হিসাব শিক্ষকদের কখনো দেন নি। তার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশোভন আচারনের অভিযোগ রয়েছে। তার নিয়োগ পক্রিয়াটিও স্বচ্ছ ছিলনা।
ইতোমধ্যে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এক সপ্তাহ আগে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মিছিল করে একটি লিখিত অভিযোগ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিয়ে এসেছে।
কিন্তু এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া অভিযোগে ১২টি বিষয় উল্লেখ করা হয়ছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha