কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর ) বিকেল ৫টার সময় উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল।
সমাবেশের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাব আলী। এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চাচলায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, রিফাতপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতা কর্মীরা।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল নেতাকর্মী দের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাসের অনুরোধ করেন এবং আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারনের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট বিএনপির প্রার্থীর পক্ষ নিতে হবে বলেও নির্দেশনা দেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জনিয়ে নিহতদের জন্য দোয়া করেন দৌলতপুরে লুট, ভাংচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজে লিপ্ত নেতাদের রাজনীতি করার দরকার নাই, দৌলতপুরের রাজনীতি হবে কর্মী বান্ধব নেতা বান্ধব রাজনীতি হবে না। বক্তারা আরো বলেন, যোগ্য রাজনীতি আসুক, ত্রাসের রাজনীতি বন্ধ করার আহবান জানিয়েছেন নেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111