আজকের তারিখ : এপ্রিল ১, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৮:০৭ পি.এম
খাগড়াছড়িতে চাঁদা আদায়কালীন সময়ে ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পূর্ব মহামুনি পাড়া এলাকায় কৃষকের কাছে চাঁদা আদায় করার সময় অস্ত্রসহ ১ চাঁদাবাজকে সাধারন জনগন আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ অস্ত্রধারীধারী চাঁদাবাজকে থানায় নিয়ে আসে ।
আটককৃত আতুশি মারমা (২৩) ইউপিডিএফ প্রসিত গ্রুপের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক।
পুলিশ সূত্রে জানায়, ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে পূর্ব মহামুনি পাড়া এলাকায় কৃষক তার আখখেত পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আতুশি মারমা (২৩) সহ অপর ০৩ জন অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করে। এসময় কৃষক চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে সন্ত্রাসীরা অস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দেয়।
এ সময় ওই কৃষক অস্ত্রধারী আতুশি মারমাকে অস্ত্রসহ ঝাপটে ধরলে অন্য দুইজন পালিয়ে যায়। পরে কৃষকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরবর্তীতে পুলিশ এসে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২টি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, নোটবুক, সংগঠনের বই, মানি ব্যাগ ও আইডি কার্ড উদ্ধার করা হয় ।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কর্তৃক একটি দেশীয় এলজি, চাঁদাবাজির রশিদ বইসহ আটক করা চাঁদাবাজ আতুশি মারমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha