আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৬:৩৩ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৫:৫৯ পি.এম
নাগেশ্বরী তে দুই পক্ষের সংঘর্ষ, মটর সাইকেলে আগুন গুরুতর আহত ৪

কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল মহোদয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফারুক আহমেদকে ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আদেশ দেন।
সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল তার স্বপদে বহাল আছে মর্মে তার লোকজন সহ কলেজে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হোসেন রাজু, শাহিদুর রহমান শাহিন ও এ কে এম হাসান সাজু, দুলাল সহ কয়েকজন গুরুত্বর আহত হয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
পরবর্তীতে ভিতরবন্দ কলেজের সামনে কুড়িগ্রাম কালিগঞ্জ সড়ক অবরোধ করে একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে।
এ বিষয়ে প্রভাষক হাফিজুর রহমান বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল ( ইউনিয়ন সভাপতি আওয়ামীলীগ)লোকজন সহ কলেজে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ (ইউনিয়ন সভাপতি বিএনপি) বলেন কলেজে প্রতিদিনের ন্যায় ক্লাশ চলছিল, এমন সময় সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল তার এলাকার কিছু দুষ্কৃতকারীদের নিয়ে কলেজ মাঠে প্রবেশ করলে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ভীতির সৃষ্টি হয়, আমি বুলবুল সাহেবকে পরিস্থিতি বিবেচনা করে চলে যেতে বললে আমার কথা না শুনে ককেজের বিভিন্ন স্থাপনা ভাংচুর করার চেষ্টা করেন। এ সময় কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাদের প্রতিহত করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha