আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৩১ পি.এম
ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে বাঁচার জন্য মানববন্ধন

ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে বাঁচার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১:৪০ মিনিটে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সবুজ শেখ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যু আবু আলম ও আজমের গ্রেপ্তার দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু , স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি সাকিব মিয়া রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন সাজু। ডিগ্রীরচর ইউনিয়নের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি।
এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সন্ত্রাসী আবু , আলম,ও আজম দীর্ঘদিন যাবত ফরিদপুর শহর তলির ডিগ্রির চর ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে যাচ্ছে।
তাদের বালিকাটার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে । অনেক বাড়িঘর পানি গর্ভে তলিয়ে গেছে । সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে ।বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha