রাজবাড়ীর কালুখালী উপজেলার বীমা কর্মী ফজলুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক প্রবাসীর স্ত্রী। মামলায় অভিযুক্ত ফজলুল হক কালুখালী উপজেলার পাকশিয়া গ্রামের জলিল সরদারের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী হিসেবে প্রবাসীর স্ত্রী'র সাথে পরিচয় ঘটে ফজলুর। পরিচয়ের এক পর্যায়ে বীমা কর্মী ফজলুল হক ওই প্রবাসীর স্ত্রী'কে কু প্রস্তাব দিতে থাকে। তাতে রাজি হয়নি প্রবাসীর স্ত্রী। অবশেষে গত ২০ আগষ্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ১০ টার দিকে প্রবাসীর স্ত্রী'র ঘরে ঢুকে জোর করে ধরে ধর্ষণের চেষ্টা করে বীমা কর্মী ফজলুল হক। ঘটনার পরদিন কালুখালী থানার এসআই প্রদিপ কুমার ঘটনা স্থল পরিদর্শন করেন।
পরদিন প্রবাসীর স্ত্রী থানায় মামলা করতে গেলে পুলিশ ওই প্রবাসীর স্ত্রী'কে কোর্টে মামলা করার পরামর্শ দেন। পরে মহিলা তার স্বামী ও পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে কোর্টে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।