আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৯, ২০২৪, ২:৪৩ পি.এম
ফরিদপুরে শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে ‘বিল্পবোত্তর তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে "বিল্পবোত্তর তারুণ্যের ভাবনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর জেলার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন জুয়েল এর সভাপতিত্বে গতকাল রবিবার বিকেলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা (সম্পদ),মহিলা বিষয়ক সম্পাদিকা কবিতা খাতুন,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান (মুন্না), কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক কাজী ইউসুফ, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া,সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনার রশিদ (হারুন),সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম (শাকিল),জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আবির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথিবৃন্দ বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা কালে বলেন- দেশের তরুণ প্রজন্ম রাজনৈতিক দর্শন এবং শাসন ব্যবস্থা সম্পর্কে যে সাম্যক ধারণা পোষণ করে তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের দীর্ঘ দিনের স্বৈরশাসনের পতন ঘটিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। আমরা অতীতে দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতি বিপদের যে স্বৈরাচারী মনোভাব লক্ষ করেছি তা আর ফেরত আনতে চাই না। তাই তরুণ প্রজন্মের কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে নতুন করে ঢেলে সাজাতে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha