মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের পার আশাপুর রাহেলাতুন নেছা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় রুকুনি শহীদ ওমর আলী সৃতি চেয়ারম্যান ফুটবল মাঠ প্রাঙ্গণে মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মধুখালী উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ, সুমিষ্টভাষি মোফাচ্ছিরে কোরআন হয়রত মাওঃ হুসাইন আহমেদ মাহ্ফুজ ।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হায় জোয়ার্দার আলফাডাঙ্গা উপজেলার জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক রেদোয়ানুর নবী এসময় তাফসীরুল কুরআন মাহফিলে অর্ধ লক্ষ মানুষের ঢল নামে তাফসিরুল কুরআন মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মহিলা মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।