বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক মতবিনিময় সভা শনিবার (০৭-০৯-২০২৪) বিকালে বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে ও রাজশাহীর জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন পলাশ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক একাব আলী মাষ্টার, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহŸায়ক মুনজু সরকার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম প্রমুখ।
বক্তরা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার পতনের পর দলীয় নিয়মনীতির তোয়াক্কা না করে কতিপয় ব্যক্তিদের কার্যকলাপে দলীয় ইমেজ নষ্ট হচ্ছে। সেসব কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়ে তারা বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের দিক নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বক্তারা আরো বলেন, আগামীতে সরকার গঠনের লক্ষ্যে জনগনের কল্যাণে আমাদেরও কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha