আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৭, ২০২৪, ৫:০৯ পি.এম
কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান খান জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের পুত্র। এ ঘটনায় আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম নামের আরও তিন জন আহত হয়েছেন।
নিহতের পুত্রবধু ফাতিমা ও রুমা বেগম জানায়, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো এবং আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির,স্বপনসহ অনেক লোকজন মিলে বিরোধীয় ওই জমিতে বীজ রোপণ করতে আসে। এ সময় তাদেরকে বাঁধা দিলে (পুত্রবধু) রুমার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে তার শশুর সুলতান খান বাঁচাতে এগিয়ে আসলে তাকে পিটিয়ে হত্যা করে এবং রুমাসহ তিন জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সুলতান খানসহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কত্যর্বরত চিকিৎসক ডাঃ শাহেদ খান জানায়, সুলতান খান’কে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য মনির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha