কুষ্টিয়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের বিজয় উল্লাস চত্বরে ১০ মিনিটে তিনবার জাতীয় সংগীত গান তারা। সাংস্কৃতিক কর্মীবৃন্দ, কুষ্ঠিয়ার ব্যানারে ‘কণ্ঠে কণ্ঠে জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ রতন বলেন, ‘বাংলাদেশ সবার রাষ্ট্র হয়ে উঠুক। একদল লোক সম্পদের পাহাড় গড়তে থাকবে এবং আরেকদল লোক গরিব হতে থাকবে এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সমাজে বৈষম্য বেড়েছে। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করতে চাওয়াটাও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। আমরা অনুভব করেছি, একাত্তরে আমাদের সত্যিকারের যে দেশপ্রেম ছিল, সেই প্রেমটা যেন আবারো সবার মধ্যে জাগ্রত হয়। সেই জায়গা থেকে ভেবেছি, আমাদের জাতীয় সংগীত গাওয়া উচিত।
কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ রতন, আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, কনক সরকার, কনক চৌধুরী, সুনীল চক্রবর্তীসহ কুষ্টিয়ার অভিনয় শিল্পী, সংগীত শিল্পী ও থিয়েটারকর্মীরা অংশ নেন।
তিনি আরও বলেন, ‘সাংস্কৃতিক সংগঠনগুলো সারাদেশে এই কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে যেন অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সেটি আমাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha