আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২৪, ৯:০৮ পি.এম
লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সদরপুর থানার ওসি’র সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুন্ঠিত অস্ত্র গোলাবারুদ, গুরুত্বপূর্ণ বই-রেজিস্ট্রার উদ্ধারে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে সদরপুর থানা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কিছু অতি উৎসাহী লোক থানা থেকে অস্ত্র গোলাবারুদ, গুরুত্বপূর্ণ বই-রেজিস্ট্রার, কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে যায়। সেইসব লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদের একটা অংশ এখনও ফেরত আসেনি বিধায় সদরপুর থানা থেকে এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সহযোগীতা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কে বা কারা এসব অস্ত্র গোলাবারুদ ইচ্ছায় অনিচ্ছায় বা অন্যের সাথে তাল মিলাতে গিয়ে নিয়ে গেছেন, অদ্যাবধি তা থানায় ফেরত দেননি, বা ফেরত দিতে চান; কিন্তু ভয় পাচ্ছেন ! সাংবাদিক ভাইদের লিখনির মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব।
তিনি আরও বলেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, যে বা যারাই এসব মালামাল নিয়েছেন তারা প্রয়োজনে মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমেও ফেরত দিতে পারেন, এতে কোন মামলা হবে না। মতবিনিময়কালে সদরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ক্লাবের সদস্য ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha