আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২৪, ৪:২৯ পি.এম
অবৈধ কমিটি বাতিল ও বিতাড়িত কর্মীদের চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবীতে ঘেরাও কর্মসূচি পালন
ফরিদপুর শহরের আলীপুরে অবস্থিত পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি বাতিল, অবৈধ ভাবে বাতিলকৃত সাধারণ সদস্যদের সদস্য পদ পুন:বহাল, জুলুম ও অন্যায় ভাবে বিতাড়িত কর্মী -কর্মকর্তাদের চাকুরির ফিরিয়ে দেয়ার দাবীতে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর শহরের প্রধান কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচীতে প্রায় শতাধিক কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং সমিতির দুর্নীতির বিচার দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ, সমিতির সাবেক পরিচালক কুদ্দুস মোল্লা, সাবেক উর্ধতন কর্মকর্তা জুবায়ের স্বপন, সাবেক যোনাল ম্যানেজার ইছাহক সরদার, সাবেক ম্যানেজার প্রশাসন শ্যামল বিশ্বাস, সাবেক অডিট ম্যানেজার মজিবুর রহমান জামাল, সাবেক মাঠ কর্মকর্তা পাপিয়া আমিন প্রমুখ।
এ সময় স্থানীয় সেনাবাহিনী প্রতিনিধিদল ও পুলিশ এর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের দাবী পুরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha