আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৩১, ২০২৪, ১০:৪৭ এ.এম
একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে জামায়াতঃ -হাতিয়া জামায়াত আমির

শুক্রবার রাত ৯ টার দিকে হাতিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা শাখার সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় জামায়াতে আমির মাস্টার বোরহানুল ইসলাম বলেন দেশকে একটি আদর্শ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াত ভূমিকা রাখবে।
উপজেলা শহরকেন্দ্রিক জামাতে ইসলামের কার্যালয়ে হাতিয়া উপজেলা জামাতে আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা জামাত সেক্রেটারী নুর উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গনি রুবেল প্রমুখ।
বক্তারা পতিত সরকারের জঘন্যতম নানান অপরাধের কথা তুলে ধরে বলেন, এপর্যন্ত জামাত শিবিরের বহু নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। তবুও আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। তারা বলেন নোয়াখালীর এ হাতিয়া উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি।
বিগত সরকার কিভাবে তাদের খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করেছে তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে মাস্টার বোরহানুল ইসলাম বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। এ সংগঠন জনমানুষের সংগঠন। হাতিয়া উপজেলায় ইতোপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জামাতে আমির বলেন, এই হাতিয়া একটি সম্ভাবনাময় দ্বীপ উপজেলা। সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা ব্লকের মাধ্যমে এ দ্বীপকে নদী ভাঙ্গন থেকে বাঁচিয়ে মানুষের জীবনমান সমৃদ্ধ করা যাবে।
এছাড়া অতীতে অন্যায়ভাবে এখানকার রাস্তা ও নবায়নের যত গাছ ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার আহবান জানান জামাতে আমির।
এসময় হাতিয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য ও দারুলউলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: ইদ্রিস সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha