মাগুরার মহম্মদপুর উপজেলায় রোববার (৬ জুন) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। তাঁর নাম ছকিরন বেগম (৫৫)। তিনি বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের সুরমাউন শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুল্লিয়া এলাকায় আজ বেলা পৌনে পাঁচটার দিকে ছকিরন বেগম নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান। এক ছেলে দুই মেয়ের জননী সকিরনের স্বামী সুরমাউন পেশায় কৃষক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার সময়ের প্রত্যাশা কে বলেন, আজ বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে উঠোনে কাজ করা অবস্থায় ছকিরনের শরীর ঝলসে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫