আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৬:৫৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২৪, ১২:০২ এ.এম
সৃষ্টিশীল রচনার মধ্যে বেঁচে আছেন কবি নজরুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বাঙালী কবি, বিদ্রোহী কবি। তার কবিতা আমাদের সমাজকে বির্নিমাণ করছে। তার গানে সমাজের কথা বলে, বলে মানুষের কথা। সৃষ্টিশীল রচনায় তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ, বিএসপি শুক্রবার (৩০ আগস্ট) বিকালে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি ড. শাহনাজ পারভীন, কবি আমির হোসেন মিলন, শিক্ষাবিদ অরুপ কুমার ঘোষ।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, নূরজাহার আরা নীতি, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, সঞ্জয় নন্দী, ভদ্রাবতী বিশ্বাস, সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলি, শরীফ হোসেন ধীমান, তারিকুল ইসলাম সুমন, ইরফান খান, শেখ আরিফুজ্জামান, সানজিদা ফেরদৌস, সঞ্জয় নন্দী, ইরফান খান প্রমুখ।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha