আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১:২৭ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৩০, ২০২৪, ৭:১৩ পি.এম
নৌবাহিনীর উপস্থিতিতে খোলা হলো নিঝুমদ্বীপের বন্ধ থাকা দোকান
সরকার পতনের পর নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভখন্ড থেকে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ ইউনিয়নে কয়েকটি দোকান ঘর বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। নৌবাহিনীর উপস্থিতিতে সে সকল দোকান গুলো খুলে দেওয়া হয়।
শুক্রবার (৩০ আগষ্ট ) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে নৌবাহিনীর উপস্থিতিতে বন্ধ দোকান গুলো খোলেন দোকান মালিকরা।
জানা যায়, গত ৫ ডিসেম্বর সরকার পতনের পর তৎকালীন ক্ষমতাশীল কয়েকজন দোকান মালিক ভয়ে দোকান বন্ধ রাখে এবং কিছু দোকান কয়েকজন প্রভাবশালী প্রতিপক্ষ বন্ধ করে দেন। এ বিষয় গুলো নিয়ে গত কয়েকদিন নৌবাহিনীর কাছে অভিযোগ জমা হতে থাকে।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নিঝুমদ্বীপ নামার বাজারে নৌবাহিনী পরিদর্শনে আসেন এবং উপস্থিত জনসাধারণের খোঁজ খবর নিয়ে বন্ধ থাকা দোকান গুলো খুলে দিতে সহযোগিতা করেন। সে সাথে বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের নির্বিঘ্নে ব্যবসা-বানিজ্য চালিয়ে যাওয়ার আহবান জানান।
নৌবাহিনী জানায়, হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা অভিযান পরিচালনা করে আসছি। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। দ্বীপের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha