আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২৪, ১:১৯ পি.এম
লালপুরে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের লালপুরে আমগাছ থেকে নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মোড়দহ গ্রামের রঘুনাথপুর-বাহাদুরপুর সড়কের পাশের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নাজমুল ওই গ্রামের পাঁচু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার পথে ওই বাগানের একটি আমগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমুলকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠনো প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে মামালা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha