আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৭, ২০২৪, ৬:৪১ পি.এম
তানোরে আরইআরএমপি কর্মীদের মাঝে সঞ্চয় অর্থের চেক প্রদান

রাজশাহীর তানোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন কর্মসুচি (আরইআরএমপি)-৩ প্রকল্পে কর্মরত নারী শ্রমিকদের মাঝে সনদ ও সঞ্চয় অর্থের চেক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে (ইউপি) এই প্রকল্পে মোট ৭০ জন দুঃস্থ কর্মক্ষম নারী শ্রমিক রয়েছে। চার মেয়াদী প্রকল্পে কর্মরত এসব শ্রমিকদের মুজুরী থেকে শতকরা ৪০ শতাংশ টাকা কেটে তাদের সঞ্চয় জমা রাখা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এসব শ্রমিকদের সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এলজিইডি'র আয়োজনে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী এলজিইডির তত্ববধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
এ সময় ৭০ জন নারী কর্মীদের জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৮২৩ টাকার চেক প্রদান ও সনদ তুলে দেন ইউএনও। এসময় তিনি নারী কর্মীদের উদ্দেশ্যে বলেন, এটা আপনাদের কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে আপনারা এমন কিছু করবেন যাতে করে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে। তিনি আয়বর্ধক কাজে এসব টাকা বিনিয়োগের পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha