ফরিদপুরের আলফাডাঙ্গায় এক চিকিৎসকের নির্মানাধীন ঘর থেকে রাতের আঁধারে বিদ্যুতিক মিটার ভাংচুর ও সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। পৌরসভার কুসুমদী গ্রাম থেকে ডাঃ মানব রঞ্জন ঘোষের নির্মানাধীন স্থাপনা থেকে রোববার (২৫ আগস্ট) রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মিটার ভাংচুর ও বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার বিকেলে আলফাডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডাঃ মানব রঞ্জেন ঘোষের ভাতিজা জগদিশ অধিকারী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘ ১১ বছর আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামে আলফাডাঙ্গা মৌজায় ২৩ শতাংশ জমি ক্রয় করে তার উপর স্থাপনা তৈরি করেন রাশিয়া প্রবাসী ডাঃ মানব রঞ্জন ঘোষ। যাহার বিএস খতিয়ান নং- ১০৩৩,৫২০/১,৭৩২, দাগ নং- ৮৩৩,৮৬৪, ও ৮৬৫। গত ২৫ আগস্ট সোমবার রাতে কোনো এক সময় অজ্ঞতনামা ব্যক্তিরা স্থাপনা থেকে ভাংচুর ও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মিটার নং- ২৩৩৮৬৯৪২। পরদিন সকালে বিষয়টি বিদ্যুত অফিসে অবগত করিলে অফিস থেকে মিটার খুলে নিয়ে যায়। ওই দিন বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ করেন ডাঃ মানব রঞ্জনের ভাতিজা জগদিশ অধিকারী।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।