কুষ্টিয়ার দৌলতপুরে রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কল্যানপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্তরা।গত রোববার দুপুরে মোবাইল চুরির অভিযোগে কল্যানপুর দরবার শরীফের ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে দৌলতপুর থানায় এই ভক্ত হত্যা ঘটনায় পীর তাছেরসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ জন অজ্ঞাতনামা বলে মামলা দায়ের করেছে। থানা পুলিশ এরই মধ্যে ৬জন কে গ্রেফতার করেছে। পীর তাছের গাঢাকা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের পিতা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে রাশেদ ৫-৬ মাস ধরে কল্যানপুর তাছেরের দরবার শরীফে থাকতো এবং সে ওই দরবার শরীফের ভক্ত ছিল। গতরবিবার সকালে দরবার শরীফরে লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে দরবার শরীফের ভেতরে ফেলে রাখে। পরে রাশেদের অবস্থা আশংকাজনক হলে ঐদিন দুপুরে দরবার শরীফের লোকজন তাকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভেড়ামারা বারমাইলে সে মারা যায়। পরে তারা নিহত রাশেদকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রেখে তারা পালিয়ে যায়।
রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, মোবাইলফোন চুরির অভিযোগে কল্যানপুর দরবার শরীফের লোকজন তার ইউনিয়নের রাশেদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে শুনেছি এবং তার পিতা রাজ্জাক এমনটাই বলেছে আমাকে। পরে পুলিশ নিহত যুবকের লাশ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে উদ্ধার করেছে বলে ও জেনেছি।
ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে আস্তানার পীর তাছের উদ্দিন সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনের নামে দৌলতপুর থানায় মামলা করেছে। নিহতের বাবা আব্দুর রাজ্জাক মেম্বর জানান, তছের উদ্দিন একজন ভন্ড পীর সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। নানা ধরণের কৌশল খাটিয়ে মানুষকে ভক্ত তৈরি করে নিজের স্বার্থ হাসিল করে চলেছে।
তিনি আরও জানান, মোবাইল চুরি বিষয়টি ছড়ানো হচ্ছে। আসলে রাশেদ হয়ত পীরের গোপন জারিজুড়ি দেখে ফেলেছিল, তাই তাকে মেরে ফেলা হয়েছে।
এ ব্যাপারে ওই আস্তানার পীর তাছের উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনায় জড়িত ওই আস্তানা থেকে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা রাশেদকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha