চট্রগ্রাম নগরীর চান্দগাও মোহরা এলাকায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এই বৃহৎ শিল্পগোষ্ঠী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এম এ সালামের ব্যক্তিগত উদ্যোগে শনিবার (২৪ আগস্ট) মোহরায় বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে (১০ লাখ) নগত টাকা বিতরণ করা হয়। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এমএ সালাম বলেন, আকস্মিক বন্যায় বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বিপদসংকুল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
করোনাকালের মতো এবারো আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। একইসঙ্গে মোহরায় বন্যার্ত ২০০ মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এমএ সালামের তত্ত্বাবধানে ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের আজীবন সদস্য এসএম শওকত ওসমান, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব উপ প্রধান-১ সুজিত রুদ্র, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ প্রধান সাদেক কবির রামীম, এশিয়ান গ্রুপের কর্মকর্তা মো. জসিম, রিদওয়ানসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha