আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ৮:২১ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৫, ২০২৪, ৬:৩৭ পি.এম
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন ফরিদপুরের উদ্যোগে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে সাতটায় হরিনাম সংকীর্ত্তন, আটটায় পাট কীর্তন, বিকেল চারটায় বিশ্ব শান্তি কল্পে বৈদিক হোম যজ্ঞ এরপর রাত ৮ টায় ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক ও রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা। অনুষ্ঠিত হবে ।
এছাড়া মঙ্গলবার বেলা ১১ টায় সকাল ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের তম ১২৮ আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক ও পূজা ও পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। এরপর দুপুর ২ টায় নন্দ উৎসবের মহা প্রসাদ বিতরণ করা হবে।
অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের উদ্যোগে সোমবার সকাল আটটায় শ্রী ধাম অঙ্গন থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। এটি শহর
প্রদক্ষিণ শেষে পুনরায় আঙ্গিনায় ফিরে আসবে। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha