কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফের অবস্থান নেয় কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়কের হোসেনাবাদ বাজার এলাকায়।
রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সড়কে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিমের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসময় সড়কে জান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন জনসাধারণ।
এর আগে গত বুধবার (২১ আগস্ট) আন্দলোনের মুখে বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে প্রধান শিক্ষক রেজাউল করিম কে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভা করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফেরান।
কিন্তু প্রতিশ্রুতি অনুসারে আশানুরূপ কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের জনানো হয়নি বলে তারা আবার সড়কে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষকেরা। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিশ্রুতিতে আমরা বুধবার ঘরে ফিরেছিলাম তবে এখন পর্যন্ত তিনি কোনো সমাধানের কথা আমাদের জানাননি। বৃহস্পতিবার আমাদের কয়েকজন শিক্ষকে ডেকে তিনি আলোচনা করেন তবে কোনো সমাধান দেননি। তাই আজ আমরা আবার সড়কে অবস্থান নিয়েছি।
এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha