চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। রোববার (২৫ আগস্ট) সকালে ওই মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্র্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। শিগগির ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা।
এ সময় শিক্ষার্থী শরিফুল ইসলাম, কাউসার আলী ও রায়হান আলীসহ মাদ্রাসার কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে। মাদ্রাসা পরিচালনায় কোন অনিয়ম করেননি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল ইমরান লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha