আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৭:১৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৪, ২০২৪, ১১:৪৯ পি.এম
প্রতারণার শিকার আবুল খায়ের বাদশা!

ঢাকা শান্তিনগর এলাকার আক্তার হোসেনের ছেলে আবুল খায়ের বাদশা সাথে প্রতারণা করেছে ঢাকা ডেমরা এলাকার জান্নাতুল ফেরদৌস রিয়া।
আজ (২৪ আগস্ট) অভিযোগকারী আবুল খায়ের বাদশা বলেন, জান্নাতুল ফেরদৌস রিয়া সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পরিচয় হয়, কিছুদিন পর সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা উপরে নিয়ে যায়।
রিয়া গত ২৩-০৬-২০২৪ইং তারিখে বড় ভাংগা মোড়ে এসে আমার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ নিয়ে যায়। আবার ০২-০৭-২০২৪ইং তারিখে বড় ভাংগা মোড়ে এসে তিন লক্ষ আশি হাজার টাকা নিয়ে যায়। প্রায় সময় সে আমার থেকে তার বিকাশ/নগদ একাউন্টে ১০০০/৩০০০/৫০০০০ টাকা নিয়েছে, বিকাশ একাউন্ট নং- ০১৫১৬-৫৩২১২৮। তার সাথে সামিয়া সারা নামে তার এক বান্ধুবি আছে, সে সকল ঘটনাই জানে; প্রায় সময় সারার একাউন্টে ও টাকা নিয়েছে। আমি আমার কষ্টের টাকা রিয়ার কাছে চাইতে গেলে সে আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে।
তিনি আরো বলেন, আমরা সাথে এই মোবাইল নাম্বার; 01312-824569 দিয়ে যোগাযোগ করতো। বর্তমানে প্রতারক জান্নাতুল ফেরদৌস রিয়া আমার ফোন কল রিসিভ করছে না এবং আমার সাথে কোন প্রকার যোগাযোগ ও করছে না। আমি তার বিরুদ্ধে কোর্টে প্রতারণার মামলা দায়ের করিব।
এ বিষয়ে জানতে জান্নাতুল ফেরদৌস রিয়ার এই মোবাইল নাম্বারে 01312-824569 একাধিকবার ফোন করলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha