রাজশাহীর বাঘায় মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাংচুরের অভিযোগে বাপ্পি হোসেন (২৫) নামে একজনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাপ্পি হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মিঞাপাড়া গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে। সে মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে। শুক্রবার (২৩ আগষ্ট) ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট) ভোরে উপজেলার পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া সহ বাঘা পৌর সভার কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুর করে। সর্বশেষ কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুরের সময় শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাপ্পি হোসেনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অরুন সরকার বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অরুন সরকার বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে খবর পান, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে । স্থানীয়দের সাথে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে আরো দুটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ভাঙচুর করে। তার কাছে বিষয়টি জানতে চাইলে কোন উত্তর না দিয়ে চুপ হয়ে যায়।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু) ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, ঘটনার নিন্দা জানিয়ে তার অপকর্মের শাস্তির দাবি করছি।
মামলার বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন,জিজ্ঞাসাবাদে স্বপ্রনোদিত হয়ে মন্দিরের তালা ভেঙে ভাংচুর করেছে বলে জানায়। ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কি-না,সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha