অবসরপ্রাাপ্ত প্রধান শিক্ষক ও বাঘা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্টাতা সাধারন সমপাদক আব্দুল হালিম মোল্লা ওরফে (৭৫) হালিম মাষ্টার শুক্রবার (২৩-০৮-২০২৪) দুপুর সোয়া ২টায় উচ্চ রক্তচাপজনিত রোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের খাঁয়েরহাট মধ্যপাড়া নিবাসী মরহুম আব্দুল হামিদ মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ বহু গ্রনগ্রাহি রেখে গেছেন। মরহুমের শেষ কর্মস্থল দাদপুর-গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৭ সালের ১৫ আগষ্ট অবসর গ্রহন করেন।
তিনি সকলের প্রিয় মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। জীবদ্দশায় সামাজিক কর্মকান্ড ছিল উন্নয়নমুখী। পারিবারিক সুত্রে জানা যায়, রাত সাড়ে ১০টায় খায়েরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আনজারুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha