আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৩, ২০২৪, ১১:৩৮ এ.এম
তানোরে দুরুল বাহিনী দৌরাত্ম্য, জনজীবন অতিষ্ঠ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুটি গভীর নলকুপ জবর দখলের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) শাহাপুর ও নোনাপুকুর মাঠে এসব গভীর নলকুপ জবরদখল করা হয়েছে। শাহাপুর মৌজার গভীর নলকুপের অপারেটর রাজু ও নোনাপুকুর মৌজার গভীর নলকুপের নিয়োগকৃত অপারেটর কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাপুর গ্রামের দুরুল হুদা বিএনপির নাম ভাঙিয়ো লাঠিয়াল বাহিনী নিয়ে এসব গভীর নলকুপে তালা দিয়েছে। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দুরুলের নানা অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, এসব মানুষের মাঝে বিএনপির ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে।
স্থানীয়রা জানান, বিএনপির নাম ভাঙিয়ে এর আগেও দুরুল হুদা তার প্রতিবেশী এক নারীর শ্লীলতাহানি, বিবস্ত্র করে মারপিট ও গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে হত্যার চেস্টা করে। এ ঘটনায় ওই নারী মামলা করলে দুরুল হুদা ও তার স্ত্রীকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে দুরুল হুদা আরো বেপরোয়া উঠে। এসব কারণে এলাকার একজন মানুষও দুরুল হুদাকে পচ্ছন্দ করে না। এ বিষয়ে জানতে চাইলে দুরুল হুদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ডিপ জবর দখল করেননি শুধুমাত্র তালা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha