ঢাকা - খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে । বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুরুত্বর আহত হয়েছে ১ জন ।
নিহতরা হলো ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের জিল্লু মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) ও মোকলেস মিয়ার ছেলে ওবায়দুর মিয়া(২৩)। গুরুতর আহত রহিম মাতুব্বরকে আশঙ্কা জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খায়রুল জানান, মোটরসাইকেল যোগে ৩ আরোহী ভাঙ্গা সদর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল। ঝটুরদিয়া নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত খুলনার দিক থেকেদ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির তাদের সামনাসামনি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া সহ গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫